আকাশ ডিস নিতে চাচ্ছেন কিন্তু আকাশ ডিস কত টাকা জানেন না? আকাশ ডিস কিনতে চাইলে এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন।
আকাশ ডিস দিয়ে দেশ এবং বিদেশের অসংখ্য চ্যানেল দেখতে পারবেন। আকাশ ব্যবহার করতে চাইলে তাদের একটি প্যাকেজ কিনতে হয়। নতুন আকাশ ডিস সংযোগ নিলে কিছুটা অফার দেয়া থাকে। সবমিলিয়ে আকাশ ডিস নিতে কত টাকা লাগে এবং আকাশ টিভি মাসিক প্যাকেজের দাম জানতে পারবেন এই পোস্টে।
তো চলুন, আকাশ ডিস নিতে কত টাকা লাগে এবং আকাশ ডিসের মাসিক প্যাকেজের দাম কত টাকা এসব বিষয় বিস্তারিত জেনে নেয়া যাক।
পোস্টের বিষয়বস্তু
আকাশ ডিস কত টাকা
আকাশ বেসিক টিভি সংযোগ ৪,৪৯৯ টাকা এবং সাথে একটি বেসিক প্যাকেজের মূল্য ৪০০ টাকা। মোট ৪,৮৯৯ টাকায় আকাশ টিভি সংযোগ নিতে পারবেন। আকাশ স্যাটেলাইট টিভি সংযোগ নিতে চাইলে প্রথম মাসে এই পরিমাণ টাকা খরচ হবে। পরের মাস থেকে শুধুমাত্র প্রতি মাসের প্যাকেজের মূল্য ৪০০ টাকা দিতে হবে।
এছাড়া, আপনি চাইলে অল্প দামের প্যাকেজ ৩০০ টাকা থেকে ৩৫০ টাকা দিয়েও নিতে পারবেন। আকাশ ডিস প্রথমবার সংযোগ নিতে চাইলে ৪,৪৯৯ টাকা খরচ করতে হবে। একটি এন্টেনা এবং প্রয়োজনীয় ডিভাইস দেয়া হবে।
আকাশ ডিস সংযোগ নেয়ার পর প্রতি মাসে আপনি যত টাকার প্যাকেজ নিতে চান, তত টাকা দিতে হবে। তাহলে, প্রতি মাসে নন-স্টপ টিভি স্ট্রিমিং করতে পারবেন।
আকাশ ডিস কত টাকা ২০২৪
আকাশ ডিস এর দাম ২০২৪ সালের শুরুর দিকে কিছুটা কম ছিলো। এই বছরের শুরুর দিকে আকাশ ডিসে ২০০ টাকা ডিস্কাউন্ট দেয়া হয়েছিলো। ফলে, একটি বেসিক সংযোগ নিতে ৪,৪৯৯ টাকা এবং প্যাকেজ মূল্য ৪০০ টাকা সহ মোট ৪,৮৯৯ টাকার পরিবর্তে ৪,৬৯৯ টাকা দিতে হতো।
বর্তমানে ২০২৪ সালের শুরুর দিকের এই অফারটি এখনো আছে কিনা এটি জানার জন্য আকাশ ডিসের হেল্পসেন্টারে কল দিয়ে জেনে নিতে হবে। তবে, আপনি নতুন আকাশ ডিস সংযোগ নিলে কিছু টাকা ডিস্কাউন্ট পাবেন।
নতুন সংযোগ নেয়ার সময় বেসিক প্যাকেজ, লাইট প্যাকেজ, লাইট প্লাস প্যাকেজ কিনতে পারবেন। এই প্যাকেজগুলোর দাম সম্পর্কে নিচে আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন।
আরও পড়ুন —
- খালি গ্যাস সিলিন্ডারের দাম কত টাকা
- আশা সিমেন্ট এর দাম কত টাকা
- আমান সিমেন্ট এর দাম কত টাকা
- বিজলি ক্যাবল এর দাম কত টাকা
নতুন আকাশ ডিস কত টাকা
নতুন আকাশ ডিস সংযোগ নিতে চাইলে ৪,৪৯৯ টাকা লাগবে। এন্টেনা সহ প্রয়োজনীয় ডিভাইস দেয়া হবে। এগুলো লাগানোর পর আপনি আকাশ ডিটিএইচ ব্যবহার করে টিভি দেখতে পারবেন। আকাশ ডিস দিয়ে টিভি দেখতে চাইলে নতুন সংযোগ নেয়ার সময় একটি মাসিক প্যাকেজ কিনতে হবে।
আকাশ ডিসের মাসিক প্যাকেজের মূল্য তালিকা নিচে উল্লেখ করে দেয়া হয়েছে। মোট তিনটি প্যাকেজের যেকোনো একটি প্যাকেজ কেনার মাধ্যমে প্রতি মাসে আকাশ ডিস ব্যবহার করে টিভি দেখতে পারবেন। আকাশ ডিস নিলে ২০০ এর অধিক টিভি চ্যানেল দেখতে পারবেন অনায়াসেই। এছাড়া, আকাশ ডিস নিলে তার দিয়ে সংযোগ নেয়ার ঝামেলা থাকেনা।
আকাশ ডিস নিলে আপনি যেকোনো জায়গা থেকে টিভি দেখতে পারবেন। এজন্য আলাদা করে তার দিয়ে সংযোগ দিতে হবেনা। আকাশ ডিসের এন্টেনা এবং ডিভাইস সাথে নিয়ে অন্য এলাকায় গেলেও সেখানে থেকে টিভি দেখতে পারবেন সহজেই।
আকাশ টিভি প্যাকেজ 2024 দাম
আকাশ টিভি প্যাকেজ প্রথমবার সংযোগ নিলে Akash DTH এবং একটি সেটটপ বক্স নিতে হবে। আকাশ নতুন সংযোগ নেয়ার সময় ৪,৪৯৯ টাকা পড়বে। এছাড়া, মাসিক প্যাকেজ কেনার জন্য ৩০০ টাকা থেকে ৪০০ টাকা লাগবে। মোট ৪,৮৯৯ টাকার মাঝে আকাশ ডিসের সংযোগ নিতে পারবেন।
আকাশ ডিসের সংযোগ নিলে ৪,৪৯৯ টাকা দিতে হয়। ৪,৪৯৯ টাকা দেয়ার মাধ্যমে একটি আকাশ ডিটিএইচ বা Akash DTH এবং একটি সেটটপ বক্স পাবেন। যা ব্যবহার করে টিভিতে সংযোগ দেয়ার মাধ্যমে টিভি দেখতে পারবেন।
তবে, শুধু এগুলো নিলে সারাবছর ফ্রিতে টিভি দেখা যাবে ব্যাপারটা এমন না। প্রতি মাসে লাইট প্যাকেজ/লাইট প্লাস প্যাকেজ/বেসিক প্যাকেজ নিতে হবে। এসব প্যাকেজের দামের মাঝে ভিন্নতা রয়েছে। নিচে আরও বিস্তারিত আলোচনা করা হয়েছে।
আরও পড়ুন —
আকাশ টিভি মাসিক চার্জ
আকাশ টিভি সংযোগ নিলে প্রতি মাসে রিচার্জ করতে হয়। আকাশ ডিসের ভিন্ন কয়েকটি মাসিক প্যাকেজ রয়েছে। টিভি চ্যানেলের পরিমাণের উপর ভিত্তি করে এই প্যাকেজগুলোর দাম কমবেশি হয়ে থাকে। এসব মাসিক প্যাকেজের নামে এবং চার্জ কত টাকা তা নিচে উল্লেখ করে দেয়া হয়েছে।
- আকাশ লাইট প্যাকেজের দাম ৩০০ টাকা
- আকাশ লাইট প্লাস প্যাকেজের দাম ৩৫০ টাকা
- আকাশ স্ট্যান্ডার্ড প্যাকেজের দাম ৪০০ টাকা
এই তিনটি মাসিক প্যাকেজের মাঝে চ্যানেলের পরিমাণ এবং এইচডি চ্যানেলের পরিমাণের পার্থক্য রয়েছে। প্যাকজগুলোতে কী কী সুবিধা আছে তা নিচে আরও বিস্তারিত আলোচনা করা হয়েছে। চলুন, জেনে নেয়া যাক।
আকাশ লাইট প্যাকেজ
আকাশ লাইট প্যাকেজে রয়েছে ৭২+ টিভি চ্যানেল। এই ৭২+ টিভি চ্যানেলের মাঝে ৩৮+ HD টিভি চ্যানেল রয়েছে। এই প্যাকেজটির দাম ৩০০ টাকা এবং প্যাকেজটির মেয়াদ হচ্ছে ১ মাস।
আকাশ লাইট প্লাস প্যাকেজ
আকাশ লাইট প্লাস প্যাকেজে রয়েছে ৭২+ টিভি চ্যানেল। এই ৭২+ টিভি চ্যানেলের মাঝে ৩৮+ HD টিভি চ্যানেল রয়েছে। এই প্যাকেজটির দাম ৩০০ টাকা এবং প্যাকেজটির মেয়াদ হচ্ছে ১ মাস।
আকাশ স্ট্যান্ডার্ড প্যাকেজ
আকাশ স্ট্যান্ডার্ড প্যাকেজে রয়েছে ১২০ টিভি চ্যানেল। এই ১২০ টিভি চ্যানেলের মাঝে ৬০+ HD টিভি চ্যানেল রয়েছে। এই প্যাকেজটির দাম ৩৫০ টাকা এবং প্যাকেজটির মেয়াদ হচ্ছে ১ মাস।
আকাশ স্ট্যান্ডার্ড প্যাকেজের সাথে Akash Companion Go অ্যাপ ফ্রি দেয়া হয়। ফ্রিতে এই অ্যাপ ব্যবহার করে টিভি দেখতে পারবেন আপনার স্মার্টফোন থেকে।
এখানে বিভিন্ন প্যাকেজের মূল্য তালিকা উল্লেখ করে দেয়া হয়েছে। আপনার প্রয়োজন অনুসারে আকাশ ডিস নেয়ার পর মাসিক প্যাকেজ কিনে টিভি দেখতে পারবেন। আকাশ ডিস নিলে মাসিক প্যাকেজ প্রতি মাসে নিতে পারেন বা বান্ডেল আকারে নিতে পারেন। বান্ডেল আকারে নিলে বিভিন্ন অফার পাওয়া যায়। অফারগুলো সম্পর্কে জানতে নিচে আরও পড়ুন।
আকাশ ডিস বান্ডেল অফার
আকাশ ডিস নেয়ার পর ৬ মাসের প্যাকেজ কিনলে ১ মাসের প্যাকেজ একদম ফ্রি দেয়া হবে। অর্থাৎ, আপনি যদি ৬ মাসের একটি প্যাকেজ ক্রয় করেন, তাহলে অফারের ১ মাস সহ মোট ৭ মাস পাচ্ছেন।
এছাড়া, আকাশ ডিসের বান্ডেল অফার থেকে ১২ মাসের প্যাকেজ ক্রয় করলে ৩ মাসের প্যাকেজ ফ্রি পাবেন। অর্থাৎ, ১২ মাসের একটি বান্ডেল মাসিক অফার ক্রয় করলে মোট ১৫ মাস পাচ্ছেন।
স্ট্যান্ডার্ড প্যাকেজ যারা ক্রয় করবেন, তারা টিভি দেখার পাশাপাশি স্মার্টফোনে Akash Companion Go অ্যাপ ব্যবহার করে টিভি দেখতে পারবেন।
এছাড়াও, বিভিন্ন সময় আকাশ ডিস থেকে ভিন্ন রকমের অফার দেয়া হয়। ক্যাশব্যাক সহ বিভিন্ন অফার পেতে আকাশ ডিস সংযোগ নিতে পারেন।
শেষ কথা
আজকের এই পোস্টে আকাশ ডিস কত টাকা এবং আকাশ আকাশ টিভি মাসিক চার্জ কত টাকা এসব বিষয় শেয়ার করেছি। যারা আকাশ ডিস সংযোগ নিবেন ভাবছেন, কিন্তু দাম এবং মাসিক প্যাকেজ সম্পর্কে ধারণা নেই, তাদের জন্য এই পোস্টটি সহায়ক হবে বলে আশা করছি।
এছাড়াও, আমাদের ওয়েবসাইটে প্রয়োজনীয় জিনিসের দাম, খাদ্যদ্রব্যের দাম এবং ইলেক্ট্রনিক্স পণ্যের দাম নিয়ে আপডেট তথ্য প্রকাশ করা হয়ে থাকে। যারা বিভিন্ন পণ্যের নিত্যদিনের দাম জানতে ইচ্ছুক, তারা আমাদের ওয়েবসাইটটি প্রতিদিন ভিজিট করতে পারেন।