চিয়া সিড কিনতে চাচ্ছেন কিন্তু চিয়া সিড এর দাম কত টাকা জানেন না? তাহলে, এই পোস্টটি আপনার জন্যই। চিয়া সিডের দাম কত টাকা বিস্তারিত জানতে পারবেন এই পোস্টে।
চিয়া সিডে অনেক গুরুত্বপূর্ণ উপাদান আছে যা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। একারণে, অনেকেই চিয়া সিড খাওয়ার জন্য ক্রয় করে থাকেন। যারা চিয়া সিড আগে কেনেননি, তারা এটির দাম জানেন না। তাই, আজ আমরা চিয়া সিডের বিভিন্ন পরিমাণের দাম কত টাকা তা নিয়ে আলোচনা করবো।
তো চলুন, ১ কেজি চিয়া সিড এর দাম কত টাকা, ৫০০ গ্রাম চিয়া সিড এর দাম কত টাকা এসব বিষয়ে বিস্তারিত জেনে নেয়া যাক।
পোস্টের বিষয়বস্তু
চিয়া সিড এর দাম কত টাকা
চিয়া সিড এর দাম ৩৫০ টাকা থেকে শুরু করে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। কিছু জায়গায় প্রতি কেজি চিয়া সিড ৮০০ টাকা অব্দি বিক্রি হচ্ছে। চিয়া সিড ৫০০ গ্রাম ৩৫০ টাকা এবং ১ কেজি চিয়া সিড ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।
চিয়া সিড অনলাইন শপ কিংবা সরাসরি যেকোনো মুদি দোকান থেকে কিনতে পারবেন। দোকানভেদে এবং চিয়া সিডের গুনগত মানের উপর ভিত্তি করে চিয়া সিডের দামের মাঝে কিছুটা পার্থক্য হয়ে থাকে।
কিছু অনলাইন শপ প্রতি কেজি চিয়া সিড ৬০০ টাকায় বিক্রি করছে। আবার কিছু শপে প্রতি কেজি চিয়া সিডের দাম ৮০০ টাকা। চিয়া সিড কিনতে চাইলে অবশ্যই বাজার যাচাই করে ভালো মানের চিয়া সিড ক্রয় করার চেষ্টা করবেন।
৫০০ গ্রাম চিয়া সিড এর দাম কত টাকা
৫০০ গ্রাম চিয়া সিডের দাম ৩৫০ টাকা। তবে, কিছু জায়গায় ৪০০ টাকা অব্দি বিক্রি হচ্ছে। আজকে ৫০০ গ্রাম চিয়া সিড কিনতে চাইলে ৩৫০ টাকা থেকে শুরু করে ৪০০ টাকার মাঝে কিনতে পারবেন। এছাড়া, কিছু অনলাইন শপে ৪৫০ টাকা অব্দি বিক্রি হচ্ছে।
অর্থাৎ, ৩৫০ টাকা থেকে শুরু করে ৪৫০ টাকায় ৫০০ গ্রাম চিয়া সিড ক্রয় করতে পারবেন। অনলাইন শপ কিংবা সরাসরি যেকোনো মুদি দোকান থেকে চিয়া সিড কিনতে পারবেন। চিয়া সিড কেনার সময় অবশ্যই গুনগত মান যাচাই করে নিতে হবে।
যেসব চিয়া সিডের দাম একটু বেশি, সেগুলো সাধারণত অর্গানিক হয়ে থাকে। তবে, কিছু শপে কোনো কারণ ছাড়াই বেশি দাম নেয়। তাই, চিয়া সিড কিনতে চাইলে অবশ্যই বাজার যাচাই করে নিতে হবে।
আরও পড়ুন —
১ কেজি চিয়া সিডের দাম কত টাকা
১ কেজি চিয়া সিড এর দাম আজকে ৬০০ টাকা থেকে শুরু করে ৯০০ টাকা অব্দি বিক্রি হচ্ছে। অনলাইন বিভিন্ন শপে ৬০০ টাকা থেকে ৯০০ টাকার মাঝে ১ কেজি চিয়া সিড কিনতে পারবেন। গুনগত মানের কারণে সাধারণত দামের পার্থক্য হয়ে থাকে।
অনলাইন শপ এবং সরাসরি যেকোনো মুদি দোকান থেকে চিয়া সিড কিনতে পারবেন। অনলাইন শপ থেকে চিয়া সিড কিনতে চাইলে কয়েকটি শপ যাচাই করে দেখতে হবে। কাস্টমার রিভিউ এবং পণ্যের দাম দেখে যাচাই করতে পারেন।
এছাড়া, বাজার থেকে সরাসরি চিয়া সিড কেনার সময় গুনগত মান যাচাই করার পাশাপাশি দাম যাচাই করে নিবেন। এতে করে, ভালো মানের চিয়া সিড সঠিক দামে কিনতে পারবেন।
চিয়া সিডের দাম কত টাকা বাংলাদেশে
চিয়া সিডের দাম বাংলাদেশে ৩৫০ টাকা থেকে শুরু করে ৯০০ টাকা অব্দি। ৫০০ গ্রাম চিয়া সিডের দাম ৩৫০ টাকা থেকে শুরু করে ৪৫০ টাকা অব্দি বিক্রি হচ্ছে। অপরদিকে, ১ কেজি চিয়া সিড ৬০০ টাকা থেকে শুরু করে ৯০০ টাকায় বিক্রি হচ্ছে।
চিয়া সিড কিনতে চাইলে অনলাইন শপ থেকে কিংবা সরাসরি যেকোনো মুদি দোকান থেকে কিনতে পারবেন। চিয়া বীজের গুনগত মানের উপর ভিত্তি করেও দাম কমবেশি হয়ে থাকে। ভালো মানের চিয়া বীজ কিনতে চাইলে দাম একটু বেশি নিতে পারে।
সম্পর্কিত পোস্ট – জাফরান এর দাম কত টাকা
চিয়া সিডের আজকের বাজার মূল্য ২০২৪
চিয়া সিডের আজকের বাজার মূল্য কত টাকা তার একটি বিস্তারিত তালিকা নিচে উল্লেখ করে দেয়া হয়েছে। যারা চিয়া সিড কিনবেন বলে ভাবছেন, তারা নিম্নোক্ত তালিকা থেকে চিয়া বীজের দাম আজকে কত টাকা তা জানতে পারবেন।
চিয়া সিডের পরিমাণ | আজকের দাম |
১০০ গ্রাম চিয়া সিডের দাম | ৭০ টাকা – ৯০ টাকা |
২৫০ গ্রাম চিয়া সিডের দাম | ১৭৫ টাকা – ২২৫ টাকা |
৫০০ গ্রাম চিয়া সিডের দাম | ৩৫০ টাকা – ৪৫০ টাকা |
১ কেজি চিয়া সিডের দাম | ৬০০ টাকা – ৯০০ টাকা |
২ কেজি চিয়া সিডের দাম | ১২০০ টাকা – ১৫০০ টাকা |
আজকে চিয়া সিড কিনতে চাইলে উপরোক্ত দামের তালিকা থেকে দামের ধারণা নিতে পারেন। বাজারে চিয়া সিডের দাম কিছুটা কম বা বেশি হতে পারে। এছাড়া, দোকান এবং চিয়া সিডের গুনগত মানের উপর ভিত্তি করেও দাম কমবেশি হয়ে থাকে।
আরও পড়ুন — ড্রাগন ফল কত টাকা কেজি
চিয়া সিড ১০০ গ্রাম দাম
চিয়া সিড ১০০ গ্রাম দাম আজকে ৭০ টাকা থেকে ৯০ টাকা। ১০০ গ্রাম পরিমাণ চিয়া সিড কিনতে চাইলে এই দামের মাঝে কিনতে পারবেন। অনলাইন বিভিন্ন শপ থেকে অর্ডার করে হোম ডেলিভারি নেয়ার মাধ্যমে অথবা সরাসরি যেকোনো মুদি দোকান থেকে চিয়া সিড ১০০ গ্রাম কিনতে পারবেন।
চিয়া সিড বাংলাদেশে কোথায় পাওয়া যায়
চিয়া সিড অনলাইন শপ থেকে অর্ডার করার মাধ্যমে হোম ডেলিভারি করে নিতে পারবেন। অথবা, যেকোনো মুদি দোকান থেকে সরাসরি ক্রয় করতে পারবেন। এভাবে যেকোনো জায়গা থেকে চিয়া সিড ক্রয় করতে পারবেন।
চিয়া সিড ক্রয় করতে চাইলে প্রথমেই আপনার এলাকার বাজারে বড় মুদি দোকানে খোঁজ করুন। যদি খুঁজে না পান, তাহলে অনলাইন থেকে অর্ডার করার মাধ্যমে চিয়া সিড কিনতে পারবেন। তবে, আমাদের দেশের প্রায় সব অঞ্চলেই বিভিন্ন বাজারে চিয়া সিড কিনতে পাওয়া যায়।
চিয়া সিড price in Bangladesh
চিয়া সিড এর দাম বিভিন্ন পরিমাণের উপর ভিত্তি করে নির্ভর করে থাকে। প্রতি ১০০ গ্রাম চিয়া সিডের দাম ৭০ – ৯০ টাকা, ২৫০ গ্রাম চিয়া সিডের দাম ১৭৫ টাকা থেকে ২২৫ টাকা, ৫০০ গ্রাম চিয়া সিড এর দাম ৩৫০ টাকা থেকে ৪৫০ টাকা। এছাড়া, ১ কেজি চিয়া সিড এর দাম ৬০০ টাকা থেকে ৯০০ টাকা।
এভাবে বিভিন্ন দামে আমাদের দেশের বিভিন্ন জায়গায় চিয়া সিড বিক্রি হচ্ছে। গুনগত মানের কারণে দামের মাঝে কিছুটা তফাৎ হয়ে থাকে।
FAQ
ওজন কমাতে চিয়া সিড খাওয়া যাবে?
ওজন কমানোর জন্য চিয়া সিড খেতে পারেন। এছাড়া, বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা পাওয়ার জন্যও চিয়া সিড খেতে পারেন।
চিয়া সিড এর বাংলা নাম কি?
চিয়া সিড এর বাংলা নাম হচ্ছে চিয়া বীজ। অনেকেই চিয়া সিড না বলে এটিকে চিয়া বীজ বলে থাকেন।
সকালে খালি পেটে চিয়া সিড খেলে কি হয়?
সকালে খালি পেটে চিয়া সিড খেলে হজম শক্তি বৃদ্ধি পায় এবং এনার্জি বৃদ্ধি পায়। এতে সারাদিনের জন্য প্রয়োজনীয় অনেক স্বাস্থ্যকরী উপাদান পাওয়া যায়।
শেষ কথা
ওজন কমাতে, বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা পেতে অনেকেই চিয়া সিড ক্রয় করে থাকে। চিয়া সিড ক্রয় করার জন্য বিভিন্ন অনলাইন শপ আছে। এছাড়াও, আপনি চাইলে যেকোনো মুদি দোকান থেকে চিয়া সিড ক্রয় করতে পারবেন। চিয়া সিডের বিভিন্ন পরিমাণের দাম কত টাকা তা ইতোমধ্যে এখানে উল্লেখ করে দেয়া হয়েছে।
এছাড়াও, আমাদের ওয়েবসাইটে প্রয়োজনীয় জিনিসের দাম, খাদ্যদ্রব্যের দাম এবং ইলেক্ট্রনিক্স পণ্যের দাম নিয়ে আপডেট তথ্য প্রকাশ করা হয়ে থাকে। যারা বিভিন্ন পণ্যের নিত্যদিনের দাম জানতে ইচ্ছুক, তারা আমাদের ওয়েবসাইটটি প্রতিদিন ভিজিট করতে পারেন।